স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার কাঙ্খিত সুন্দর নড়াইল গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছে টিম তারুন্য-১০০। আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) লোহাগড়া হাসপাতালে পরিচ্ছন্নতার কাজ করলো “টিম-তারুণ্য- ১০০”। টিম-তারুণ্যের সাথে পরিষ্কারে তরুণদের সাথে যোগ দেন ফাইজুর রোম, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান স্যার, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের লহাগড়া শাখার আহ্বাযক মারুফ সাদমানি, হাসপাতালের আরএমও, কিউসিসহ আরো অনেক। টিম-তারুণ্যের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছে লোহাগড়ার সাধারণ মানুষ। টিম তারুণ্যের ক্যাপ্টেন রাসেল বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানান।
উল্লেখ্য, এর আগে টিম তারুণ্যের সদস্যরা দু’বার নড়াইল সদর হাসপাতালের বাথরুম, বারান্দা, রোগিদের কক্ষসহ বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেন। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য এই টিম তারুণ্য-১০০ গড়ে ওঠে। ১শ যুবক এ টিমের নেতৃত্ব দিচ্ছেন বলে এ টিমের নামকরণ করা হয়েছে ‘টিম তারুণ্য-১০০’।