প্রথমবারের মত সংসদে মাশরাফী

0
11

নিউজ ডেস্ক

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। গত বুধবার ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের অধিবেশন। এর মধ্যে তিন কার্যদিবসে উপস্থিত ছিলেন না মাশরাফী। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি৷ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ৩ কার্যদিবস বাদে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা এমপি।

সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে মাশরাফীকে তার নির্ধারিত আসনে দেখা যায়। এখন পর্যন্ত তিনি সংসদে রয়েছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নড়াইল ২ আসন থেকে নির্বাচিত হন মাশরাফী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।