মাশরাফীর রংপুরকে হারিয়ে সাকিবের ঢাকা ফাইনালে, প্রতিপক্ষ তামিমের কুমিল্লা

3
5

স্পোর্টস ডেস্ক

বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফীর রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠলো সাকিবের ঢাকা ডায়নামাইটস।

টসে হেরে ব্যাটে নেমে তেমন সুবিধা করতে পারেননি রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা। ১৯.৪ ওভারে ১৪২ রানে অল আউট হয় রংপুর। দলের পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন বোপারা। ঢাকার রুবেল ৩.৪ ওভারে ১ মেডেন ও ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। অনিক-রাসেল ২টি করে এবং সাকিব ১টি উইকেট লাভ করেন।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। শুরুতেই উপল থারাঙ্গাকে আউট করে সাজঘরে পাঠান মাশরাফি। তবে রনি তালুকদারকে সাথে নিয়ে দ্রুতই রান তুলতে থাকেন নারিন। ঢাকার পক্ষে ১৯ বলে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। রনি তালুকদার ৩৫ (২৪) ও দলনেতা সাকিব ২৩ (২০) রান করেন। মাশরাফী, শফিউলদের শত চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি রংপুরের। রাইডার্স এর পক্ষে দলনেতা ২টি ও নাজমুল ১টি উইকেট লাভ করেন। আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ষষ্ঠ আসরে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা।

সংক্ষিপ্ত স্কোর :

রংপুর রাইডার্স : ১৪২/১০, ১৯.৪ ওভার (বোপারা ৪৯, মিথুন ৩৮, রুবেল ৪/২৩)।
ঢাকা ডায়নামাইটস : ১৪৭/৫, ১৬.৪ ওভার (রাসেল ৪০*, রনি ৩৫, মাশরাফি ২/৩২)।
ফলাফল : ঢাকা ডায়নামাইটস ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : রুবেল হোসেন (ঢাকা)