সিরাজগঞ্জে বাংলালিংক’র এরিয়া ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার

47
13
বংলালিংকের

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর থেকে বাংলালিংকের এরিয়া ম্যানেজার ইমতিয়াজ চৌধুরী পরাগের (৪২) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার ওপেল গার্ডেনের একটি ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ইমতিয়াজ চৌধুরী পরাগ বগুড়া জেলা সদরের রেজাউল করীম চৌধুরীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, ইমতিয়াজ চৌধুরী পরাগ বাংলালিংকের এরিয়া ম্যানেজার হিসেবে সিরাজগঞ্জে কর্মরত ছিলেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন। এনিয়ে তার স্ত্রীর সাথে পারিবারিক কলোহ চলে আসছিলো।

বিকেল ঘরের মধ্যে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করে। এসআই আরো জানান, এটি হত্যা না আত্নহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।