স্টাফ রিপোর্টার
নড়াইলে উপজেলা পর্যায়ের শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক ও ইবতেদায়ী বিভাগে গোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম, মাধ্যমিক বিভাগে গোবরা পার্বতী বিদ্যাপীঠ প্রথম ও কলেজ বিভাগে মাইজপাড়া ডিগ্রী কলেজ প্রথম স্থান অধিকার করে।
এ প্রতিযোগিতায় সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বাছাইকৃত প্রাথমিক ও ইবতেদায়ী বিভাগে ১৩টি, মাধ্যমিক বিভাগে ১৩টি এবং কলেজ বিভাগে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অপরদিকে, কালিয়া উপজেলায় শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা। অন্যান্য্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শুভঙ্কর বাবু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শারমিন সুলতানা প্রমুখ। প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।