নিউজ ডেস্ক
একাদশ জাতীয় সংসদে চতুর্থবারের মত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর আর প্রধানমন্ত্রী থাকতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরপর এই তৃতীয় মেয়াদই তাঁর শেষ মেয়াদ হতে পারে বলে তিনি জানিয়েছেন। তরুণদের জন্য জায়গা করে দেয়ার কথা বলেন তিনি।
জার্মানির সরকারি আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়েচে ভেলে’কে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এবার আমি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছি এবং এর আগেও আমি প্রধানমন্ত্রী (১৯৯৬-২০০১) ছিলাম। সেদিক থেকে এটি আমার চতুর্থ মেয়াদ। আমি আরো অধিক সময় ধরে আর প্রধানমন্ত্রী থাকতে চাই না। আমি মনে করি যে প্রত্যেকেরই একটা পর্যায়ে গিয়ে থামা উচিত। যাতে আমরা তরুণ প্রজন্মকে জায়গা করে দিতে পারি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেয়াদের বাকি সময় দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান- এসবই হচ্ছে মানুষের মৌলিক চাহিদা’। ‘অবশ্যই, প্রতিটি মানুষ উন্নত জীবন চায়। আমরা তা নিশ্চিত করেছি।’
এক দলীয় শাসন প্রতিষ্ঠার কথা প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন, ‘এই মেয়াদে ৩শ’ আসনের মধ্যে ২৬০টি আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। সুতরাং, অন্যান্য দলও সংসদে রয়েছে’।