চলে গেলেন কবি আল মাহমুদ

5
7

নিউজ ডেস্ক

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি মীর আবদুস শুকুর আল মাহমুদ আর নেই। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

গত ৯ ফেব্রুয়ারি রাতে কবি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) তাঁকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়। কবি দীর্ঘদিন যাবত নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই জন্মগ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে করেন। লোক লোকান্তর  (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৬৬) ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, গল্প, প্রবন্ধ ও আত্মজীবনী লিখেছেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও কবির অংশগ্রহণ ছিল। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি অর্জন করেছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, ফিলিপস সাহিত্য পুরস্কারসহ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।