চন্দনাইশে ভূমিদস্যুর দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার

3
68

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম জেলার চন্দনাইশে মূল্যবান ১৯ শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত নেতৃত্বে অবৈধভাবে দখলকৃত এই মূল্যবান জমি উদ্ধার করা হয়। এসব জমির ওপর বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, জাফরাবাদ মৌজার বিএস খতিয়ান নং ১, বিএস দাগ নং-৫০৪৪ মোট ১৯ শতক সরকারী খাস জমি দীর্ঘ কয়েক বছর ধরে ভূমি দস্যুরা দখল করে রেখেছিল। আজ জেলা প্রশাসকের, চট্টগ্রাম এর বিএস ০১ নং খতিয়ান ভুক্ত জায়গায় সরকারের দখল নিশ্চিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ভূমি অফিসের ভূমি কর্মকর্তাবৃন্দ ও চন্দনাইশ থানার একদল পুলিশ সদস্য।