নড়াইলে সুলতান মেলায় ৫ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
15

স্টাফ রিপোর্টার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত সুলতান মেলার আজ ৪র্থ দিন। বুধবার বেলা সাড়ে ১০ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা।

এসময় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনুুজুুমান আরা। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বাকাহীদ হোসেন এর সভাপতিত্বে এ সময় পুলিশ সুুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ শাহ্ আলম, শিল্পী বলদেব অধিকারি, শেখ হানিফ, শিল্পী সমীর মজুমদারসহ জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় মোট ৪ টি গ্রুপে ৫ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে