স্টাফ রিপোর্টার
ডাকাতি করে পালিয়ে আসা ও শাহজাদপুরে ডাকাতির প্রস্তুতির সময় আটককৃত ৯ ডাকাতের ভিন্ন দুটি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে শাহজাদপুরের আমলী আদালত।
আদালত সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের দায়েরকৃত মামলায় আজ বুধবার সকালে আদালতে হাজির করা হয়। অধিকতর তদন্তের স্বার্থে মামলা দুটির তদন্তকারী কর্মকর্তারা শাহজাদপুর থানার উপপরিদর্শক বীরঙ্গ চন্দ্র মন্ডল ও শাহজাহান হোসেন রিমান্ডের আবেদন করেন।
উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে শাহজাদপুর আমলী আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামীদের অবৈধ অস্ত্র মামলায় ৩ দিন ও ডাকাতি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেন শাহজাদপুর থানার উপপরিদর্শক বীরঙ্গ চন্দ্র মন্ডল।
উল্লেখ্য, গত ২ মার্চ শনিবার পাবনায় একটি বিয়ে বাড়িতে ডাকাতি করে পালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দ্বাবাড়িয়া গ্রামের হাইওয়ে রোড সংলগ্ন বাইপাস রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ ডাকাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রাইভেট কার, ১টি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও ২টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
আটককৃত ডাকাতরা হলো শাহজাদপুর উপজেলার কুরসি গ্রামের সোনাউল্লাহ ছেলে সবুজ উল্লা (৩৫), ছোট চাঁনতারা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে পাষান (৩০), চৌহালী উপজেলার চরসাধা গ্রামের আব্দুল হাই এর ছেলে নুর ইসলাম (৪৫), শৈলজানা গ্রামের হাতেম আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সানবাড়ী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খলিশা ডহরা গ্রামের লাল মিয়ার ছেলে এমারত আলী ওরফে চুক্কা (৩৮), উয়াইল গ্রামের আঞ্জু শেখের ছেলে এলাহী (৪০), একই গ্রামের আঃ আজিজের ছেলে শহীদ মিয়া (৪০) ও হাটাইল গ্রামের কুদ্দুস আলীর ছেলে রোস্তম (৪৫)।