আফ্রিকায় বিমান দুর্ঘটনায় বেঁচে নেই কেউ, ১৫৭ জন নিহত

9
18

নিউজ ডেস্ক

রবিবার (১০ মার্চ) আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান। বিমানে ৮ জন ক্রুসহ ১৪৯ জন যাত্রী ছিলেন। জানা যায়, দুর্ঘটনায় কেউই বেঁচে নেই।

সকাল ৮.৩৮ মিনিটে ফ্লাইট ইটি-৩০২ বোল ইন্টারন্যাশনাল এয়ার পোর্ট থেকে উড্ডোয়নের ছয় মিনিট পর বিমানটির সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আদ্দিস আবাবা শহরের ৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিশোফটু গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

এদিকে নিহত যাত্রীদের দেশের নাম ও সংখ্যার তালিকা প্রকাশ করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষঃ

দুর্ঘটনায় কেনিয়ার ৩২, কানাডার ১৮, ইথিওপিয়ার ৯, চীনের ৮, ইতালির ৮, মার্কিন যুক্তরাষ্ট্রের ৮, বিট্রিশ ৭, ফ্রান্স ৭, মিসর ৬, নেদারল্যান্ডের ৫, জার্মানির ৫, স্লোভাকিয়ার ৪, ভারতীয় ৪, রাশিয়ার ৩, সুইডেনের ৩, অস্ট্রেলিয়ার ৩, মরক্কোর ২, ইসরাইলের ২, পোল্যান্ড ২, বেলজিয়ামের ১, উগান্ডার ১, ইয়েমেনের ১, সুদানের ১, টোগোর ১, মোজাম্বিকের ১, নরওয়ের ১, রুয়ান্ডার ১, সৌদি আরবের ১, সুদানের ১, সোমালিয়ার ১, সার্বিয়ার ১, মোজাব্বিকের ১, আয়ারল্যান্ডের ১, ইন্দোনেশিয়ার ১, ডিজিবোতি ১ ও বেলজিয়ামের ১ জন যাত্রী নিহত হয়েছেন।

ইতোমধ্যে যাত্রীদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।