স্টাফ রিপোর্টার
নড়াইলে নানা আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৪তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে (বৃহস্পতিবার) সন্ধ্যায় নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন চত্বরে সংগীতনুষ্ঠান ও শ্রী রামকৃষ্ণের ‘জীবন ও আদর্শের’ ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নড়াইল রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডঃ সুবাস চন্দ্র বোস।
ভারতের পশ্চিমবঙ্গের বেলুর মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সিনিয়র ট্রাষ্টি শ্রীমৎ স্বামী নিত্যানন্দজী মহারাজের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), পশ্চিমবঙ্গের বেলুর মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক বলভদ্রানন্দজী মহারাজ, ভারতের উত্তর প্রদেশের বানারসী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বআনন্দজী মহারাজ, নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রামকৃষ্ণের বিপুল সংখ্যক ভক্ত, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কোলকাতা দূরদর্শণের শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।