সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

420
34

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানঘড়া-বাগবাটি রাস্তায় মকিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা খাতুন উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল কুদ্দুস এর মেয়ে।

স্থানীয়রা ট্রাকটিকে আটক করে রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজিপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক ধানগড়া আসার পথে মকিমপুরে যাত্রী বোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিলে সাহিদা খাতুন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। আহত হয় আরো তিন যাত্রী।