মোজাম্বিকে হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা!

9
25

নিউজ ডেস্ক/এমএসএ

মোজাম্বিকে এক হাজারের বেশি মানুষের মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহের বৃহস্পতিবার মোজাম্বিকের মধ্যাঞ্চলীয় বেইরা নগরীতে সাইক্লোন ইদাই আঘাত হানলে তাৎক্ষণিকভাবে ৮৪জন মানুষ নিহত হন। সাইক্লোনের পর দেশটিতে বন্যা দেখা দিলে পথঘাট পানিতে ডুবে যায় এবং ঘরবাড়ি স্রোতে ভেসে যায়। মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি আনুষ্ঠানিকভাবে ৮৪ জনের মৃত্যুর কথা জানালেও তিনি ঘোষণা করেন যে দুর্যোগে এক হাজারের অধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

ইদাই সাইক্লোনের আঘাতে মোজাম্বিকের প্রতিবেশী দেশ জিম্বাবুয়ে কমপক্ষে ৯৮ ও মালাউইতে ৫০ জন লোকের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে জিম্বাবুয়ের চিমানিমানি প্রদেশে এক হাজারের বেশি ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ২০০ জনের বেশি মানুষ।

আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) জানিয়েছে, বেইরা নগরী ও এর আশপাশের ৯০ শতাংশ স্থান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এখানে প্রায় ৫ লাখ ৩০ হাজার লোকের বাস।

সূত্রে জানা যায়, বেইরায় ঝড়ে প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সব থেক বড় ঝুঁকিটি হলো বন্যা। এদিকে এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যহত আছে।

এদিকে জাতিসংঘ কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, ইদাই সাইক্লোনের আঘাতে মোজাম্বিকের ১৭ লাখ মানুষ ও মালাউই এর ৯ লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।