স্টাফ রিপোর্টার
আন্তজার্তিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস-২০১৯ পালন উপলক্ষে নড়াইলে দলিত গোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, নড়াইল জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন রবি দাস,সাংগঠনিক সম্পাদক আশীষ রবি দাস কোষাধ্যক্ষ চন্দন দাস, বিমল কৃষ্ণ দাসসহ অনেকে।
বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত “বৈষম্য বিলোপ আইন” দ্রুত বাস্তবায়ন, দলিত ছাত্র-ছাত্রীদের জন্য কলেজ -বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা প্রবর্তন, দলিত জনগোষ্ঠীকে “সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, সরকারি চাকুরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তনসহ দলিত জনগোষ্ঠীর ৮ দফার দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।