টাইগ্রিস নদীতে ফেরী ডুবে নারী ও শিশুসহ ৮৩ জনের মৃত্যু!

4
15

নিউজ ডেস্ক

বৃহস্পতিবার (২১ মার্চ) ইরাকের মসুলের টাইগ্রিস নদীতে ফেরি ডুবে নারী ও শিশুসহ অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। মুসলের সিভিল ডিফেন্স অথরিটির প্রধান হুসাম খলিল জানিয়েছেন, হতাতদের অধিকাংশই ছিল নারী ও শিশু। সাতার না জানায় তাদের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এর সূত্র অনুযায়ী, ফেরিতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি অতিরিক্ত যাত্রী ছিল। যাত্রীরা নওরোজ উৎসব (কূর্দীশদের নতুন বছর) ও মা দিবস পালন করে ফিরছিলেন।

ধারনা করা হচ্ছে, ফেরিতে দুই শতাধিক যাত্রী অবস্থান করছিলো। এপর্যন্ত ৬০ জনের মত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে। জানা যায়, ঘটনায় ফেরির পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।