সালিশে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

1
11

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধ সংক্রান্ত সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল ইসলাম জহু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুকন্দগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম জহু ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, জহুরুল ইসলামের সাথে প্রতিবেশী বাছেদ প্রামাণিকের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে বেশ কয়েকবার দেন দরবার হয়েছে। আজ সকালে আবারও বাড়ীর পাশেই শালিসী বৈঠকের আয়োজন করা হয়। ওই শালিসী বৈঠক চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাছেদ প্রামাণিকের ছেলে ইব্রাহিম ও খলিলসহ তাদের লোকজন বৃদ্ধ জহুরুল ইসলাম জহুকে পিটিয়ে হত্যা করে।

খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাছেদ প্রামানিকের স্ত্রী লতা খাতুন ওরফে আছিয়া খাতুন ও ওয়াজেদ প্রামানিকের স্ত্রী শেফালী বেগমকে আটক করা হয়েছে।