সুদানে বিস্ফোরণে ৮ শিশু নিহত

3
5

নিউজ ডেস্ক

পূর্ব আফ্রিকার সুদানের ওমদুরমান নগরীর উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর কাছাকাছি বিস্ফোরণে আট শিশু নিহত হয়েছে। পরিত্যাক্ত ধাতু, ছেঁড়া কাগজ ও কাপড় কুড়ানোর সময় এ বিস্ফোরণ ঘটে।

সুদানের কর্মকর্তারা বলছেন, শনিবার সাত জন শিশু ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় এক শিশু মারা যায়। সূত্রে জানা যায়, শিশুরা পরিত্যাক্ত দ্রব্যাদি কুড়ানোর সময় একটি ধাতব বস্তু খুঁজে পেয়ে তা নাড়াচাড়া করার সময় এটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে আট শিশুর নিহতের কথা নিশ্চিত করেছে সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম।