ভাই! দোকানওয়ালার তো সব গেছেই! এখন এই পোড়া ডিম নষ্ট হচ্ছে, তাই খেয়ে নিচ্ছি

1
6

নিউজ ডেস্ক

শনিবার (৩০ মার্চ) ভোর ৬টার দিকে ডিএনসিসি মার্কেটে আবার অগ্নিকাণ্ডে অস্থায়ী কাঁচাবাজারের ১৮৮ দোকান পুড়ে সর্বহারা হয়েছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে ব্যবসায়ীরা যখন আর্তনাদ করছেন ঠিক এমন মুহূর্তে সুযোগসন্ধানী মানুষেরা আগুন থেকে বেঁচে যাওয়া পরিশিষ্ট জিনিস খুজতে থাকে।

মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনার পর ব্যবসায়ীদের সাথে অনেক মানুষ মার্কেটের ভেতরে প্রবেশ করে বেঁচে যাওয়া মালামালের সন্ধান করতে থাকে। সুযোগে অনেকেই পরিশিষ্ট জিনিস নিয়ে সরে পড়ে। আবার পুলিশের কল্যাণে ব্যর্থ হয়। সূত্রে জানা যায়, দুপুরে একটি ডিমের দোকানে কয়েকজনকে ডিম কুড়াতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে থেকে অনেকেই ডিম পকেটে ভরে নিয়ে যান। কেউ কেউ আবার সেখানে দাঁড়িয়ে পোড়া ডিম খেয়েছেন।

এসময় একব্যক্তি প্রশ্ন করেন, “ক্ষতিগ্রস্ত দোকান মালিকের অনুমতি ছাড়াই ডিম কেন খাচ্ছেন?” এমন প্রশ্নের জবাবে একজন বলেন, “ভাই দোকানওয়ালার তো সব গেছেই। এখন এই পোড়া ডিম নষ্ট হচ্ছে তাই খেয়ে নিচ্ছি।”

উল্লেখ্য, শনিবার সকাল ৬টার দিকে ওই ডিএনসিসি মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ১৮৮টি দোকানের সবগুলোই পুড়ে ভস্মীভূত হয়েছে।