নড়াইলের লোহাগড়ায় ৪০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

317
74

স্টাফ রিপোর্টার

গত ৩০ মার্চ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইলে কে কে এস ইন্সটিটিউশন স্কুল মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণীসহ ক্রীড়া প্রতিযোগিতা ও মনোঞ্জ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে মাকড়াইল গ্রামের স্বাধীনতা উদযাপন পরিষদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু শিকদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির মোল্লা, সাবেক জেলা কমান্ডার। এ সময় ৪০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং মাকড়াইল কে কে এস ইনস্টিটিউশন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।