নড়াইলে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীদের মানবববন্ধন অনুষ্ঠিত

3
76

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) অধিদপ্তরে রুপান্তরের সম্মতি জ্ঞাপন পত্রের আলোকে বিআরডিবিকে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর” ঘোষণা এবং এর প্রকল্প ও কর্মসূচির জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিআরডিবি কর্মচারী সংসদ জেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সুবোধ চন্দ্র, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামীম উদ্দিন, জিএম মিজানুর রহমান, রুহুল আমীন গাজী,খালেদা আক্তার প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আনজুমান আরার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় নিকট বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।