নড়াইলে রোগীদের বিনামূল্যে রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান

0
5

স্টাফ রিপোর্টার

“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে নড়াইলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ, নড়াইলের আয়োজনে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ আসাদ উজ জামান মুন্সির সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বাকাহীদ হোসেন, সহকারি পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ মিনা হুমাউন কবির, সদর হাসপাতালেল আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মুশিউর রহমান বাবু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম রেজা, ডাক্তার, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ সপ্তাহে রোগীদের বিনামূল্যে রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।