নড়াইলে জাতীয় আইনগত সহয়তা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0
15

 

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতীয় আইনগত সহয়তা দিবস ২০১৯ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নড়াইল জেলা জজশীপের সভাকক্ষে ১৮/৪/১৯ তারিখ বিকাল ৫ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সিদ্ধান্ত হয় আগামী ২৮ এপ্রিল ’১৯ নড়াইলে সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল মেহেদী আল মাসুদ, নড়াইল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বাকাহিদ হোসেন, নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোহম্মদ আলী, পি.পি এমদাদুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ আবুবকর সিদ্দিক, নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল আজাদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল আলম সিনিয়র সহকারী জজ তাকিয়া সুলতনা, সহকারী জজ হাবিবুর রহমান, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নয়ন বড়াল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্সেদা, জিপি অচিন চক্রবর্তী , নড়াইল পৌরসভা মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল প্রেস ক্লাব সভাপতি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এ্যাডঃ উত্তম কুমার ঘোষ, নড়াইল চেম্বার সভাপতি হাসানুজ্জামান এ্যাডভোকেট সাংবাদিকগণ প্রমুখ। অনুষ্ঠানপরিচালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ হাদিউজ্জামান ।