স্টাফ রিপোর্টার
নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সত্যই নড়াইল জেলার জন্য আশীর্বাদ। এখানে ১৮ টি কোর্সে ট্রেনিং দেওয়া হয়। এর মধ্যে ড্রাইভিং, অটোম্যাকানিক্স, গার্মেন্টস, ইলেকট্রিকাল, রেফ্রিজারেশন, সিভিল কনস্ট্রাকশন, ড্রেস মেকিং মিড লেবেল গার্মেন্টস সুপারভাইজিং ৯ ওয়েলডিং এন্ড ফেব্রিকেশন উল্লেখযোগ্য। এ প্রতিষ্টানটি দূর্গাপুরের ডুমুরতলায় অবস্থিত। যারা বিদেশে চাকুরি করতে যেতে চান তাদের এখানে ৩ দিনের একটি কোর্স করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে তারা বিদেশ রওনা হবার পূর্বে স্মার্টকার্ড পাবে। প্রতি ৪ মাস পর পর ড্রাইভিং কোর্সে ৪০ জন করে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং শেষে তাদের ড্রাইভিং লাইসেন্সের দায়িত্ব প্রতিষ্ঠান গ্রহণ করে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহম্মদ শামীম হোসেন জানান, বর্তমানে সেখানে ৪৭৫ জন ছাত্র ছাত্রি প্রশিক্ষণ নিচ্ছেন। সকল শিক্ষার্থীদের সরকারী বৃত্তি প্রদান করা হয়। আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাও রয়েছে এখানে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আরও জানান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জাতীয় মানের করে গঠিত। মোট ১২ জন ইনসাট্রাকটর ও ৬ জন কর্মচারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ সময় ইনসাট্রাকটর সাইফুজ্জামানসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী জানান অত্র এলাকায় প্রতিষ্ঠানটির বহুল প্রচার নাই। তারা আরও জানান সারাদেশে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র হতে এলাকাবাসী তথা দেশবাসী ভাল উপকার পেতে পারেন ।