লোহাগড়ায় বিধি লংঘন করে শিক্ষক বদলীর অভিযোগ

5
69

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে রহস্যজনক কারণে বিধি লংঘন করে শিক্ষক বদলীর অভিযোগ উঠেছে। শিক্ষক বদলীর নিয়ম নীতি না মেনে তিনি অফিস সহকারীর মাধ্যমে সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের পছন্দমত বিদ্যালয়ে বদলী করেছেন। এ নিয়ে শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, ৩১ মার্চ লোহাগড়া উপজেলার ১৬ জন সহকারী শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ে বদলীর আদেশ জারী করা হয়। কিন্তু বদলীকৃত শিক্ষকদের কর্মস্থলে শূণ্যপদের কোন বিজ্ঞপ্তি না দিয়ে অবৈধভাবে লাভবান হয়ে ওই শিক্ষকদের নিকট থেকে গোপনে আবেদনপত্র নিয়ে বদলীর প্রস্তাব প্রেরণ করা হয়।এ ক্ষেত্রে জৈষ্ঠ্যতার বিধি লংঙ্ঘন করে ওই শিক্ষকদের বদলী করা হয়েছে।বদলী প্রত্যাশি সিনিয়র শিক্ষকরা পরে জানতে পেরে ৩১মার্চ আবেদনপত্র জমা দিতে গেলে তখন শিক্ষা অফিসার তা গ্রহন করেননি। কিন্তু ওই দিন সন্ধ্যায় উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মো.ইলিয়াস হোসেনের মাধ্যমে অবৈধভাবে শিক্ষকদের বদলীর আদেশ চুড়ান্ত করেন। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার বদলী নীতিমালার ৩.১০ ধারা অনুযায়ী শূণ্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে জৈষ্ঠ্যতা ও দক্ষতার ভিত্তিতে তালিকা প্রনয়ণ করে কমপক্ষে সাত কর্মদিবসে তা প্রদর্শন করতে হবে। এ বদলীর ক্ষেতে নীতিমালা উপেক্ষিত হয়েছে।

বঞ্চিত সিনিয়র শিক্ষকরা এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা বিষয়টির সত্যতা জানতে উপজেলা শিক্ষা অফিসে গেলে ওই শিক্ষা অফিসার তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে তাদের অভিযোগ। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক ও সমিতির নেতারা সহকারী শিক্ষক বদলীর আদেশ বাতিল ও অনিয়মের কথা উল্লেখ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন বলেন,‘আমি অল্প কিছুদিন হলো এখানে এসেছি। তবে বদলী সংক্রান্ত অনিয়ম হয়েছে কি-না তা অফিসের কাগজপত্র দেখে বলা যাবে।’ এদিকে অভিযুক্ত অফিস সহকারী ইলিয়াস হোসেন অর্থ লেন-দেনের কথা অস্বীকার করে বলেন, ‘বদলীর ব্যাপারে স্যাররা ভালো বলতে পারবেন। আমি অফিস সহকরী হিসেবে কাজ করেছি মাত্র।’

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহকে তদন্তের নির্দেশ দিয়েছি। এক সপ্তহের মধ্যে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’