শাহজাদপুরে দিনারের নেতৃত্বে যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

1
20

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। যার নেতৃত্বে রয়েছে সাবেক ছাত্রনেতা, যুবলীগ নেতা আশিকুল হক দিনার। আহ্বায়ক কমিটি ঘোষনার পর থেকে শাহজাদপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মাঝে উৎসব মূখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

গত ১৫ এপ্রিল কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ সাক্ষরিত ২৫ জনের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহ্বায়ক হিসেবে রয়েছেন যুবলীগ নেতা আশিকুল হক দিনার, যুগ্ম আহ্বায়ক শাহজাদপুরের সবুজ বিপ্লবের উদ্যোক্তা যুবলীগ নেতা কামরুল হাসান হিরোক ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডঃ সাজ্জাদ হায়দার লিটনের ভাই মোঃ রাশেদুল হায়দার। সদস্য হিসেবে ২২ জনের নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, যুবলীগ নেতা আশিকুল হক দিনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আঃলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্জ্ব হাসিবুর রহমান স্বপন এর প্রধান এজেন্টের দায়িত্ব পালন করেন। এবং নৌকা প্রতীক রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পায় যা দেশে নৌকা প্রতীকের চতুর্থ সর্বোচ্চ ভোট প্রাপ্তি।

২০১৭ সালে আওয়ামীলীগ সরকারের সাফল্য নিয়ে উত্তরণ গাধা পুস্তিকার সম্পাদনাও করেন তিনি। দিনার কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় নির্বাচনের পূর্বে শাহজাদপুর উপজেলার ১৩ ইউনিয়নের ৩২ টি গ্রামে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার অভিযানের ব্যানারে ৩২ টি উঠান বৈঠকে আয়োজন ও মতবিনিময় করেন। এরকম সাফল্যমন্ডিত অনেক কাজ দিয়ে দিনার নিজের সফল নেতৃত্বের পরিচয় দেন।

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনা হিসেবে নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে শাহজাদপুর উপজেলা ও পৌর যুবলীগের সকল পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।