নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন

3
15

স্টাফ রিপোর্টার

নুসরাতের হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল-ঢাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডু, সহ-সভাপতি এ্যাডঃ সঞ্জীব কুমার বোস, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ পংকজ বিহারী ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সদর উপজেলা শাখার সভাপতি অমিত সাহা রাজা, সাধারণ সম্পাদক রতন কুমার দাস, পূজাঁ উদযাপন পরিষদের কর্মকর্তা বাবুল কুমার সাহা, অসীম কুমার দাস, খোকন কুমার সাহা, নিখিল কুমার সরকার প্রমুখ।

বক্তারা নুসরাতের হত্যাকারিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার কর্মকর্তাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।