নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদীর কচুরিপানা পরিস্কার অভিযানের উদ্বোধন

378
41

স্টাফ রিপোর্টার

“ক্লিন নড়াইল গ্রিন নড়াইল” কর্মসূচির আওতায় নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদীর কচুরিপানা পরিস্কার অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের রূপগঞ্জের বাঁধাঘাটে এ কর্মসসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।