কালিয়ায় কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী ও বয়স্কদের পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
8

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকাল সাড়ে ১০টায় কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী ও পরে বয়স্কদের পুষ্টি বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। রোববার (২৮এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ দু’টি বিষয়ে পৃথক পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ শাহাবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গাজী বশির আহম্মেদ, ডাঃ জয়ন্ত কুমার দাশ, ডাঃ ফারজানা ইসলাম, ডাঃ তাজরিয়াত ফারাহ প্রমুখ।