আসন্ন কালিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে আলোচনায় রাইসুল ইসলাম হৃদয়

4
50

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন রাইসুল ইসলাম হৃদয়। তিনি এর আগে নড়াইল জেলা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। হৃদয় তার কর্ম দক্ষতায় নিজেকে ছাত্রলীগের আর্দশিক নেতা হিসাবে তরুণ ছাত্র-ছাত্রীদের কাছে হয়ে ওঠেছেন জনপ্রিয়। তার পরিবার ছিল সবসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। জানা যায়, বিগত জোট সরকারের সময় তার পরিবার বিএনপি-জামায়াতের হাতে কঠিন ভাবে নির্যাতিত হয়।

হৃদয়ের রাজনৈতিক উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি দৈনিক ওশানকে বলেন, “এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বৃহত্তর ছাত্র সংগঠন হল বাংলাদেশ ছাত্রলীগ। তাই এই সংগঠনের সম্মেলন আসবে এখানে নেতৃত্বের প্রতিযোগিতাও থাকবে এটাই স্বাভাবিক। আমরা প্রতিযোগিতা চাই, প্রতিহিংসা না” তিনি আরো বলেন, “আমরা যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আমাদের কিন্তু একটা কথা সবার মনে রাখতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যেমন অবিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তেমনি কালিয়া উপজেলা ছাত্রলীগের ও অবিভাবক হলেন নড়াইল ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কবিরুল হক মুক্তি। তাই আমারওনার সিদ্ধান্ত উপর পূর্ণ আস্থা আছে। আমি যদি এই সংগঠনের নেতৃত্বে আসতে পারি তবে একটি মাদকমুক্ত, ইভটিজার মুক্ত, চাঁদাবাজমুক্ত, মেধাবী, বিনয়ী ছাত্রলীগ গঠন করবো।যে ছাত্রলীগ হবে সাধারণ শীক্ষার্থীদের কাছে মানবতার রোল মডেল।” উল্লেখ্য, কালিয়ায় শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজে অধ্যয়ন করছেন।