কালিয়ায় ব্যবসায়ীকে পানিতে ফেলে হত্যার চেষ্টা

0
43
কালিয়া
কালিয়া, নড়াইল ম্যাপ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় হাত-পা বেঁধে নবগঙ্গা নদীতে ফেলে আমিনুর মোল্যা (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়ার গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় কালিয়া উপপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের নবগঙ্গা নদীর দেবীপুর ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।আমিনুরের ছেলে মো.আকিদুল মোল্যা জানান, জমা-জমি সংক্রান্ত বিরোধ জেরে মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭.৩০ টায় কালিয়া পৌরসভার বাসিন্দা শফিকুল ফকির (৩৫) ও রুবেল ফকির (৩০)সহ অজ্ঞাত আরো ৫জন পূর্ব পরিকল্পিতভাবে সুকৌশলে অজ্ঞাতনামা লোক পাঠিয়ে পুরাতন ব্যাটারী বিক্রির কথা বলে তার পিতা আমিনুর মোল্যাকে ডেকে নিয়ে ঝাপটে ধরে। তার পরনের লুঙ্গি, জামা ও রশি দিয়ে হাত, পা, মুখ বেঁধে হত্যার উদ্দেশ্যে উপজেলার সালামাবদ ইউপির দেবীপুর নদীর ঘাট থেকে নবগঙ্গা নদীর পানির ভেতরে ফেলে দেয়। নদীতে ভাটার কারণে পানি কম থাকায় তার পিতার দেহ পানিতে অর্ধেক ও কাদায় অর্ধেক আটকে থাকে। দুর্বৃত্তরা আমার পিতার দেহ নদীর পানিতে ডুবে গেছে নিশ্চিত ভেবে স্থান ত্যাগ করে। তার পিতাকে পানি কাদায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ প্রসঙ্গে কালিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আনোয়র হোসেনকে জানান, ‘একটি অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’