সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ প্রবাসী বাংলাদেশী নিহত

421
22

নিউজ ডেস্ক

বৃহস্পতিবার (২ মে) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সেখানে ১৭ প্রবাসী বাংলাদেশী শ্রমিক বহনকারী একটি মাইক্রোবাস টায়ার ফেটে রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে ১০ বাংলাদেশী নাগরিক নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন মারাত্মকভাবে ও ২ জন সামান্য আহত হয়েছেন। তিনি বলেন, গুরুতর আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। রাষ্ট্রদূত বলেন, এসব বাংলাদেশী শ্রমিক একটি ক্যাটারিং সার্ভিসে চাকরি করেন। তারা দাম্মাম থেকে মদিনা যাচ্ছিলেন। মসিহ বলেন, তিনি রিয়াদস্থ মিশন কার্যালয় থেকে ইতোমধ্যে নিহতদের সনাক্ত এবং আহতদের সহায়তা দিতে ২শ’ মাইল দূরবর্তী ঘটনাস্থলে মিশন কর্মকর্তাদের পাঠিয়েছেন।