এসএসসি পরীক্ষায় সেরা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলায় ২১০জনের জিপিএ-৫

2
402

স্টাফ রিপোর্টার

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় জেলার মধ্যে এবার সেরা ফলাফল অর্জন করেছে। এ স্কুল থেকে এবার সর্বোচ্চ ৫৮জন জিপিএ-৫ এবং এর পরই নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫৩জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া জেলার লোহাগড়া পাইলট স্কুল থেকে ২০, চাঁচুড়ী-পুরুলিয়া মাঃবিঃ থেকে ৮,মাইজপাড়া মাঃ বিঃ থেকে ৭, বড়দিয়া মাঃবিঃ থেকে ৭, তুলারামপুর মাঃ বিঃ থেকে ৭, লক্ষীপাশা মাঃবিঃ থেকে ৬, আগদিয়া-শিমুলিয়া মাঃবিঃ থেকে ৫, মহাজন-ঘোষিবাড়িয়া মাঃবিঃ থেকে ৫, গোয়াখোলা মাঃ বিঃ থেকে ৪, মুলিয়া মাঃ বিঃ থেকে ৩, সিডি মাঃ বিঃ থেকে ৩, গোবরা পার্ব্বতী বিদ্যাপিঠ থেকে ২, মির্জাপুর মাঃবিঃ থেকে ২, সিঙ্গাশোলপুর মাঃবিঃ থেকে ২, কলাবাড়িয়া মাঃ বিঃ থেকে ২, বাঁশগ্রাম মাঃবিঃ থেকে ২,ইতনা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ থেকে ২, শাহাবাগ ইউনাইটেড মাঃবিঃ থেকে ২, ইতনা মাঃ বালিকা বিঃ থেকে,খড়রিয়া মাঃবিঃ থেকে ১, নাকসি মাঃবিঃ থেকে ১, মিরাপাড়া মাঃবিঃ থেকে ১, কৃষ্ণলতা মাঃবিঃ থেকে ১,বিছালী মাঃ বিঃ থেকে ১, লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমী থেকে ১, শালনগর মর্ডান একাডেমী থেকে ১, পল্লী মংগল মাঃবিঃ থেকে ১, কালিয়া পাইলট মাঃ বিঃ থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে। বিভিন্ন স্কুল সূত্রে ফলাফলের এ তথ্য পাওয়া গেছে।

সদর, লোহাগড়া এবং কালিয়া উপজেলার মাধ্যমিক স্কুলগুলোতে মোট ২শ ১০জন জিপিএ-৫ পেয়েছে। জেলা শহর, কালিয়া ও লোহাগড়া উপজেলা পর্যায়ের স্কুলের তুলনায় গ্রামের স্কুলগুলো শিক্ষার ক্ষেত্রে কম সুযোগ-সুবিধা পেলেও এসব স্কুল ভালো ফলাফল করেছে।