নড়াইলে এক রোহিঙ্গাকে গণপিটুনি!

0
210

স্টাফ রিপোর্টার

নড়াইল সদরের হিজলডাঙ্গা গ্রামে রোহিঙ্গা ছেলেধরা সন্দেহে একজনকে পিটিয়েছে এলাকাবাসী। বুধবার (১৫মে) দুপুরে পুলিশ তাকে জনরোষ থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা প্রদান করে। চিকিৎসাবশেষে ঐ রোহিঙ্গাকে নড়াইল সদর থানায় আটক রাখা হয়েছে।

পুলিশ জানায়, এক রোহিঙ্গাকে গণপিটুনি দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আহত অবস্থায় মুলিয়া বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তি নিজের নাম বলছে জসিম, তার বাবার নাম সাহেব। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের খোঁজে বের হয়েছে বলে জানায় সে।

এলাকাবাসী জানায়, যশোর সাতক্ষীরা নড়াইলসহ দেধের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা শিশু পাচার করছে এমন খবরে পুরো এলাকা আতঙ্কিত। এই অবস্থায় বুধবার সকালে হিজলডাঙ্গা গ্রামে অপরিচিত একজনকে ঘুরতে দেখে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে ভালো কোন উত্তর দিতে না পারায় এলকার লোকেরা ঐ রোহিঙ্গাকে পিটিয়েছে।

উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা নড়াইল সদর থানার এস আই আমির জানায়, এলাকায় রোহিঙ্গা ছেলেধরা আতঙ্কের মধ্যে একজন রোহিঙ্গাকে পেয়ে বেশ কিছু মানুষ তাকে গণপিটনু দেয়। আহত ব্যক্তিকে চিকিৎসা শেষে থানা হেফাজতে আনা হয়েছে।