নড়াইল মধুমতী সমাজ কল্যাণ সংসদের ইফতার পার্টি অনুষ্ঠিত

1
32

স্টাফ রিপোর্টার

শনিবার (১৮ মে) রাজধানীর মিরপুরে দ্যা গোল্ডেন পার্ক চাইনিজ রেস্টুরেন্টে মধুমতী সমাজ কল্যাণ সংসদ লোহাগড়া-নড়াইল এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গত এক বছরের সকল কাজে পর্যালোচনাসহ সামাজিক কাজগুলো আরো গতিশীল করার প্রস্তাব গৃহীত হয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে আরো ব্যাপক হারে কাজ করার জন্য সকল সদস্যদেরকে বিভিন্ন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে বলা হয়েছে। সভায় প্রতিবছর শিক্ষা খাতে ব্যয় করার জন্য একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতী সমাজ কল্যান সংসদের সভাপতি জনাব এ্যাড. সাজ্জাদুল ইসলাম তুহিন এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম লিটু। আরো বক্তব্য রাখেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান নড়াইল জেলার সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির। গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতি তে মধুমতী সমাজ কল্যাণ সংসদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বক্তব্য রাখেন এবং ইফতার পূর্ব দোয়া ও মুনাজাত করে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, মধুমতি সমাজ কল্যাণ সংসদ গত তিন বছর যাবৎ গ্রামের দরিদ্র মানুষের উন্নয়ন কল্পে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা প্রদানে কাজ করে যাচ্ছে।