স্টাফ রিপোর্টার
নড়াইলে পাওনা টাকার দাবীতে মানববন্ধন করেছে শ্রমজীবী নারীরা। সোমবার (২০মে) দুপুরে আলাদত সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে দু’শতাধিক নারী অংশগ্রহণ করেন। যাদের অনেকে প্রতিবন্ধী ও বিধবা মহিলা ছিলেন। মানববন্ধন শেষে ঈদের আগে সব পাওনা টাকা পাওয়ার দাবী করে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
শ্রমজীবী নারীদের অভিযোগে জানা যায়, নড়াইলে ‘বাউল’ নামের প্রতিষ্ঠানটির দেখভাল করেন নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা। ওই প্রতিষ্ঠানে কুটির শিল্পের নামে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের সীমাখালী ও লস্কারপুর গ্রামের ২’শ নারীকে নিয়োগ দেয়া হয়। প্রতিমাসে ১৫’শ টাকা বেতন ধার্য করে তাদের বিভিন্ন হাতের কাজ দেয়া হয়। প্রতি মাসে টাকা দেয়ার কথা থাকলেও পরে মত পরিবর্তন করে ৩মাসে টাকা পরিশোধ করবেন বলে ধার্য্য করেন। ভর্তি ফি বাবদ ৬০ টাকা ও পরে জামানত বাবদ আরো ২’শ টাকা করে গ্রহন করা হয়। ইতোমধ্যে ৩ মাসের সকল কাজ বুঝে নিলেও কর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন সংশ্লিষ্টরা। গত নভেম্ববরে কাজ শুরু করে ৭ মাস অতিবাহিত হয়েছে কিন্তু আজও তারা পাওণা টাকা পাইনি। ইসমত আরা উপজেলা পরিষদে নির্বাচন করার সময় নির্বাচনের পরে টাকা দেবেন বলে ওই সমস্ত ব্যাক্তিদের দিয়ে নির্বাচনে কাজ করান এবং ভোট নেন। এখন টাকা চাইতে গেলে ভয় দেখান। নিরুপাই হয়ে টাকা পাওয়ার জন্য এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে বক্তব্য দেন-তাসলিমা, নাজনিন, শাকিলা, রত্না বেগম, সুমাইয়া আক্তার, মর্জিনা প্রমুখ।