স্টাফ রিপোর্টার
নড়াইলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) সকাল ৩.৩০ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপত্বি করেন নড়াইল চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ। উক্ত অনুষ্টানে ব্ক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ জসিমউদ্দিন পিপিএম বার , অতিরিক্তপুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ সৈয়দ মোহম্মদ আলী, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ উত্তম কুমার ঘোষ, অতিরিক্ত পি পি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, নূর মোহম্মদ, সঞ্জিব কুমার বোস, রমা রানী, আর এম ও ডাঃ আ ফ ম মশিউর রহমান বাবু প্রমুখ। উক্ত সম্মেলনে নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল আজাদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মোরসেদুল আলম, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্সেদা, প্রমুখ উপস্থিত ছিলেন।
কনফারেন্সে আদালতে বিচারাধীন মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি, ফৌজদারি মামলা সুষ্ট তদন্ত, সমন নোটিশ জারী ও তামিল প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা, অতিরিক্ত পিপি, পুলিশের কর্মকর্তকপ্রমুখ উপস্থিত ছিলেন।