এমএসএ
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তার দল এগোতে থাকবে। সেই লক্ষ্য পূরণ হয়েছে। ২০১৮-১৯ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব লিভারপুল। এ নিয়ে ষষ্ঠবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেলো অলরেডসরা। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে যেন ঝলসে উঠে জর্ডান হেন্ডেরসনের লিভারপুল। এই জয়ের ধারাবাহিকতায় স্পেনের মাদ্রিদে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত উয়েফা ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে আনে লিভারপুল ফুটবল ক্লাব।
ম্যাচের শুরুতে ২ মিনটের সময় টটেনহ্যামের মৌসা সিসোকোর হাতে বল গিয়ে লাগলে পেনাল্টি পায় এলএফসি। মোহাম্মাদ সালাহর তীব্র গতির শট ঠেকাতে ব্যর্থ হন ফরাসী গোলরক্ষক ইয়োগো ইয়রিস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে লাল দল। দ্বিতীয়ার্ধে দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও প্রতিপক্ষের জালে বল ঢোকাতে ব্যর্থ হচ্ছিল দুই ইংলিশ ক্লাবের ফুটবলাররা। ৮৬ মিনিটে টটেনহ্যামের এরিকসনের ফ্রিকিক রুখে দেন লিভারপুলের এলিসন। ৮৭ মিনিটে রেডসদের ফরোওয়ার্ড কেনিয়ান-বেলজিয়ান ডিভক ওরিগির গোলে এগিয়ে যায় লিভারপুল।
অ্যানফিল্ডে ৪-০ গোলে জিতে দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে এগিয়ে খিপ্রতার সাথে ফাইনালে ওঠে এবং শিরোপা নিশ্চিত করে দ্যা রেডস। অপরদিকে নিজেদের প্রথম শিরোপা নিশ্চিত করতে একইভাবে এজ্যাক্সকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় টটেনহ্যাম।