নড়াইলে ১৫শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

0
42

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া থেকে ১৫শ’ পিস ইয়াবাসহ আল আমিন মল্লিক (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া-কালনাঘাট সড়কের আলা মুন্সীর মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের বোরহান মল্লিকের ছেলে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মো: জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে ইয়াবার একটি চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে নড়াইলের লোহাগড়ায় আসছে। এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ আল আমিনকে আটক করে এবং তার কাছে থাকা ১৫শ’পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।