স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলমান আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৯১ বল বাকি রেখে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিস্টলে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। ৩৮.২ওভারে ২০৭ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। দলের পক্ষে ৪৯ বলে সাত চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৫১ রান করেন নাজিবউল্লাহ যাদরান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন রহমত শাহ। অস্ট্রেলিয়ার কামিন্স, জ্যাম্পা ৩টি ও স্টয়নিস ২টি উইকেট লাভ করেন। ৩৪.৫ বলে খুব জয়ের লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া। ৮টি চার হাকিয়ে ১১৪ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা ওয়ার্নার। চার ছক্কা ও ৬টি চারে ৪৯ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক ফিঞ্চ।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ৩৮.২ ওভারে ২০৭ (শাহজাদ ০, জাজাই ০, রহমত ৪৩, শাহিদি ১৮, নবি ৭, নাইব ৩১, নাজিবউল্লাহ ৫১, রশিদ ২৭, দৌলত ৪, মুজিব ১৩, হামিদ ১*; স্টার্ক ৭-১-৩১-১, কামিন্স ৮.২-০-৪০-৩, কোল্টার-নাইল ৮-১-৩৬-০, স্টয়নিস ৭-১-৩৭-২, জ্যাম্পা ৮-০-৬০-৩)
অস্ট্রেলিয়া: ৩৪.৫ ওভারে ২০৯/৩ (ফিঞ্চ ৬৬, ওয়ার্নার ৮৯*, খজা ১৫, স্মিথ ১৮, ম্যাক্সওয়েল ৪*; মুজীব ৪.৫-০-৪৫-১, হামিদ ৬-২-১৫-০, দৌলাত ৫-০-৩২-০, নাইব ৫-০-৩২-১, নবি ৬-০-৩২-০, রশিদ ৮-০-৫২-১।