নড়াইলে জেলা কৃষি শুমারি উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

0
28

স্টাফ রিপোর্টার

“কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জেলা কৃষি শুমারি-২০১৯ (৯-২০ জুন ) শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর একটি থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি এলাকায় এসে শেষ হয়। পরে ঐ স্থানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা জলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক উর্ব্বশী গোস্বামী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জেলা কৃষি শুমারি কমিটির সদস্যগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ৯ জুন থেতে ২০ জুন জেলা কৃষি শুমারি অনুষ্ঠিত হবে। এ সময় প্রতিটি খানার তথ্য সংগ্রহ করা হবে এবং সকলকে তথ্য সংগ্রহকারিদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।