মশার কয়েল থেকে আগুন: একই পরিবারের ৪ জন অগ্নিদগ্ধ

4
39
কালিয়ায় ওষুধের দোকান অগ্নিকান্ডে পুড়ে ছাই
কালিয়ায় ওষুধের দোকান অগ্নিকান্ডে পুড়ে ছাই

ডেস্ক/এসএস

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় মশার কয়েলের থেকে ছড়িয়ে পড়া আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। ১০ জুন ভোরে এলাকায় আব্দুল আলীম নামের এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন, আব্দুল আলীম (৭০), তার মেয়ে শিউলি বেগম (৩৫), নাতনি তানজিলা (৬) ও জ্যোতি (১৪)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, “টিনের ঘরের একটি কক্ষে মেয়ে ও দুই নাতনিকে নিয়ে বসবাস করতেন আব্দুল আলীম। ভোরে মশার কয়েল থেকে আসবাবপত্র ও মশারিতে আগুন লেগে যায়। তখন বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন। ফলে বের হতে না পেরে চারজনই দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।”

এবিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “দগ্ধ চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে আব্দুল আলীমের শরীরের ৪৮ শতাংশ, শিউলি বেগমের ৫৪ শতাংশ, তানজিলার ১৮ শতাংশ ও জ্যোতির ২৪ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।”