দ্যা টার্গেটের নকল পাসওয়ার্ড! পরিচালকের অস্বীকৃতি

0
41

বিনোদন ডেস্ক

ঈদের মুক্তি প্রাপ্ত সিনেমা “পাসওয়ার্ড” নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সিনেমা সমালোচকরা বলছেন সাউথ কোরিয়ান সিনেমা- “দ্য টার্গেট” এর গল্প এবং দৃশ্য নকল করে নির্মাণ করা হয়েছে শাকিব খান প্রযোজিত পাসওয়ার্ড। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার সম্মুখীন হন “পাসওয়ার্ড” সিনেমা এবং নির্মাতা মালেক আফসারী। অবশেষে নিজের ফেসবুকে তিনি দাবী করেছেন পাসওয়ার্ড নকল সিনেমা নয় যেখানে কিছু যুক্তি দেখিয়েছেন তিনি। পরিচালকের ফেসবুকে দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলোঃ

“যারা পাসওয়ার্ড মুভি কপি কপি বলে চিল্লায়ে চিল্লায়ে মাথা খারাপ করছে তাদের উদ্দেশ্যে কিছু লজিক্যাল থিয়োরি উপস্থাপন করলাম যে পাসওয়ার্ড মুভি কোনো অবস্থায় কোরিয়ান মুভি দ্যা টার্গেট মুভির কপি নয়। (১: লজিক) পাসওয়ার্ড মুভির ডিউরশন ২ ঘন্টা ১৭ মিনিট… ওদিকে দ্যা টার্গেট মুভির ডিউরশন ১ঘন্টা ৩৭ মিনিট।। যদি পাসওয়ার্ড মুভি এটার কপি হতো তাহলে পাসওয়ার্ড ও ১ ঘন্টা ৩৭ মিনিটের হতো। সুতরাং, বলা যেতে পারে এটা কপি না (২: লজিক) পাসওয়ার্ড মুভিতে নায়িকা আছে…দ্যা টার্গেট মুভিতে নেই। সুতরাং, বলা যেতে পারে পাসওয়ার্ড মুভি কপি না।

(৩: লজিক) পাসওয়ার্ড মুভি পেনড্রাইভ ও পাসওয়ার্ড নিয়ে তৈরি, দ্যা টার্গেট মুভিতে পেনড্রাইভের কোনো অস্তিত্ব নেই। সুতরাং বলা যেতে পারে পাসওয়ার্ড মুভি কপি না। (৪: লজিক) আমি দ্যা টার্গেট মুভির মূলভাব টা তুলে ধরছিঃ নায়ক ২ ভাই, একদিন নায়কের ভাইয়ের কাছে কল আসে এক কর্মকর্তার থেকে, তো এরা ২জন সেখানে যায় গিয়ে দেখে কর্মকর্তা মৃত তাকে কেউ খুন করে গেছে। তারপর নায়ককে ধাওয়া করে নায়ক আহত হয়ে রাস্তায় পরে থাকলে তাকে হসপিটালে ভর্তি করা হয়…তারপর যে ডাক্তার নায়ককে দেখে তার স্ত্রীকে নায়কের ভাই কিডন্যাপ করে যাতে তার ভাইয়ের কিছু না হয়। তারপর নায়কের ভাইকে ভিলেন মেরে ফেলে…বদলা নিতে ভিলেনকে মারে নায়ক…ব্যাস কাহিনী শেষ। এভাবে হযবরল ভাবে ১ ঘন্টা ৩৭ মিনিটে মুভিটা শেষ।

আপনারা যারা পাসওয়ার্ড মুভি দেখেছেন তারা অবশ্যই দেখবেন যে কোনো অবস্থাতেই পাসওয়ার্ডের সাথে ওর গল্পের মিল নাই। অনেকে যারা হেটার্স আছে সুপারস্টার–শাকিব খানের তারা বলবে অমুক যায়গায় মিল আছে হাবি জাবি…ভাই আমি তাদের উদ্দেশ্যে বলবো…ধরেন আমি একটা গরুর রচনা লিখছি আমার ৫ বেঞ্চ পিছনো একজন সেও গরুর রচনা লিখছে, তো সে ২ পৃষ্ঠায় রচনাটা শেষ করেছে আর আমি ৪ পৃষ্ঠায় শেষ করেছি। তো ভাই গরু নিয়ে ও কম লিখেছে আমি বেশি লিখেছি…তো এই রচনার মধ্যে গরুর ৪ পা ২ চোখ সেও লিখেছে আমিও লিখেছি… তাই বলে এটা বলা যাবেনা আমি ওর কপি করছি। আমার এক বন্ধু আছে নাম আশরাফুল সে একটা শার্ট কিনছিলো নোলক মুভির পোস্টার বাহির হওয়ার আগে…পরিবর্তিতে দেখলাম ওর মতোই দেখতে শাকিব খান শার্ট পরে আছে নোলক মুভির পোস্টারে…তাই বলে কি আপনারা বলবেন যে আশরাফুলের শার্ট কপি করে শাকিব খান পরেছে…মোটেও না। এটা হয়ে যায়। কপি কারে বলে আজ আপনাদের বোঝাবো…কপি হলো সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেমা মুভির রিমেক কলকাতা ইন্ডাস্ট্রিতে ফিদা মুভি যার ডায়লগ ও হুবহু…এইটারে বলে কপি…ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন।“

যমুনা টিভির এক প্রতিবেদনে জানানো হয়, কোন কপি রাইট ছাড়াই “দ্য টার্গেট” থেকে সরাসরি গল্প নকল করে নির্মাণ করা হয়েছে “পাসওয়ার্ড”। সিনেমার চিত্রনাট্যে মালেক আফসারী ও কাহিনী ও সংলাপে আবদুল্লাহ জহির বাবুর নাম রাখা হয়েছে যেটাকে অন্যায় ও বেআইনী বলে দাবি করেছে চ্যানেলটি। চ্যানেলের আরেকটি প্রতিবেদনে পরিচালকের একটি রেকর্ডিং প্রকাশ করা হয় যেখানে পরিচালক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, পাসওয়ার্ডকে নকল সিনেমা প্রমাণ করতে পারলে পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকা প্রদান করা হবে। রেকর্ডিংসহ প্রতিবেদনটি প্রকাশ হলে পরিচালক আবার নিজ প্রোফাইলে লেখেন, “যমুনা টিভি আমার ভয়েস এডিট করে শুনিয়েছে। (হাসির রিয়েক্ট) যমুনা ব্লকবাস্টারে চলছে পাসওয়ার্ড।“