ডেস্ক রিপোর্ট
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পুলিশের ভুলে বড় ভাইয়ের বদলে দেড় মাস কারাবরণ করেছে ছোট ভাই। বুধবার (১২ জুন) বিষয়টি প্রমাণিত হওয়ায় দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম নিরপরাধ সজলকে মুক্তি দেন। পাশাপাশি নির্দোষ ব্যক্তিকে কেন গ্রেফতার করা হলো তা জানাতে শাহ মথদুম থানাকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত।
২০০৯ সালের ২৮ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পলাতক আসামী ফজলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ১০ বছর পর ফজলের ছোট ভাই সজলকে গ্রেফতার করে পুলিশ ফজল বলে আদালতে উপস্থাপন করে। এরপর বড়ভাই ফজলের বদলে কারাগারে যেতে হয় সজলকে। গত ২৬ মে সজল আইনজীবীর মাধ্যমে নিজের মুক্তি চেয়ে আবেদন করলে বুধবার আদালতে পুলিশের এই ভুল প্রমাণিত হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফজল ওরফে সেলিম ও ছোট ভাই সজলের বয়সের ব্যবধান, দৈহিক উচ্চতা, জাতীয় পরিচয়পত্র এবং জেল খানার প্রেরিত প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে আসেন। তার আগেই বিনা অপরাধে দেড় মাস সজলকে কারাভোগ করতে হয়।