১০ ব্যক্তি ও একটি সংগঠনকে মোট তিন কোটি পাঁচ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

6686
223

নিউজ ডেস্ক

বুধবার (১২ জুন) ১০ ব্যক্তি ও একটি সংগঠনকে মোট তিন কোটি পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সন্ধ্যায় তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে উক্ত টাকার কয়েকটি চেক হস্তান্তর করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিংহামটন ইউনিভার্সিটির ভিজিটিং ডমেস্টিক স্কলার তৌহিদ রেজা নূরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর গবেষণা চালানোর জন্য এক কোটি টাকা অনুদান দেন শেখ হাসিনা।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. জালাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কাছ থেকে এ সংক্রান্ত চেকটি গ্রহণ করেন। এছাড়া, শেখ হাসিনা চলচ্চিত্র অভিনেতা আলমগীর হোসেন জ্যাকি ও জামিলুর রহমানকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।