স্টাফ রিপোর্টার
আগামী ২২ জুন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) পালন উপলক্ষে নড়াইলে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদ-উজ-জামান মুন্সির সভাপতিত্বে সভায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড মোঃ আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অলোক কুমার বাগচি, সিনিয়া স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ম্যোল্যা ফোরকান আলী, মোঃ নাজমুল ইসলাম হারাধন মজুমদার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২২ জুন শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে (১ম রাউন্ড) মোট ৯ শত ৮২ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৪ হাজার ৫ শত ৫৬ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ১শত ৭৯ জন শিশুকে নীল রঙের “এ” (১লক্ষ আই,ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৩ শত ৭৭ জন শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল (২ লক্ষ আই, ইউ) খাওয়ানো হবে। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।