স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের পরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাবার ঘোষণা দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বকাপ ২০১৯ চলাকালীন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে মাশরাফী এ কথা বলেন। তিনি বলেন, ‘এটিই আমার শেষ বিশ্বকাপ, তবে বিশ্বকাপের পরও ওয়ানডেতে খেলে যাবো।’কিছুদিন আগে বাংলাদেশের একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারেও তিনি এই বিশ্বকাপের পর খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে বলেছিলেন।
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মাশরাফী জানিয়েছিলেন, এই আসরই তার শেষ বিশ্বকাপ হবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কতদিন খেলবেন বা বিশ্বকাপের পরই অবসর নিবেন কি-না এমন কিছুই বলেননি বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফী। তারপরও বিশ্বকাপ চলাকালীন দলের কথা চিন্তা করে নিজের ভবিষ্যতের কথা জানিয়ে দিলেন মাশরাফি। নয়তো মাশরাফীর কথা ভেবে বিশ্বকাপে তার জন্য পারফরমেন্স করবে, তখন দলের মনযোগ নষ্ট হতে পারে বলে ধারণা টাইগার নেতার। তিনি বলেন, ‘হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শেষে আমি অবসর নিচ্ছি না। আর এখনো টুর্নামেন্ট চলছে। এই মুহূর্তে আমি অবসরের ব্যাপারে কিছু ভাবছিও না। ওটা খুব কঠিন একটা সময়। মানুষ অবসর নেয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়ে। বিশ্বকাপের মধ্যে ও রকম কিছু করতেও চাই না। তাতে পুরো দলের মনোযোগ নষ্ট হয়ে যাবে। খেলোয়াড়েরা যা-ই করবে, বলবে- এটা আমার জন্য করছে বা করতে চায়। এটা চাচ্ছি না। আমি চাই বিশ্বকাপটা সবাই নিজের মতো করে খেলুক। এখানে অন্য কিছু না আসুক।’
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে অবসর নিয়ে ভেবে দেখবেন বলে জানান মাশরাফী, ‘যদি বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে, তবে আমি সেটি নিয়ে ভাববো।’অবসর বিষয়ে মাশরাফীর যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে বলে জানিয়েছেন বিসিবির বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন, ‘সে দারুনভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে। আমরা এখন এই বিষয় নিয়ে ভাবছি না। সিদ্ধান্ত তার উপর। সে কি খেলা চালিয়ে যাবে, দলকে নেতৃত্ব দিবে, নাকি দিবে না, আমরা বল তার কোর্টেই ঠেলে দিয়েছি।’