মীনা বাজার, আগোরা ও স্বপ্নকে জরিমানা

2
48

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার রমনা এলাকায় সুপার শপ মীনা বাজার, আগোরা ও স্বপ্নকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১ জুলাই) ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মাসুম আরেফিন ও আফরোজা রহমান এ বাজার তদারকি পরিচালনা করেন।

আফরোজা রহমান জানান, রমনা এলাকায় সুপার শপগুলোতে বাজার তদারকি পরিচালনা করা হয়। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মোড়কে খুচরা মূল্য ও উৎপাদনের তারিখ না থাকার দায়ে আগোরা, মীনা বাজার ও স্বপ্ন সুপার শপকে ৪০ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুয়ায়ী এসব জরিমানা ও আদায় করা হয়। তদারকিতে সহায়তা প্রদান করেন পুলিশ ব্যাটালিয়ন ১১।