স্টাফ রিপোর্টার
নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলায় সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব জাঁকজমকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪জুলাই) দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল, পূজা-অর্চনা, র্যালী, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও গ্রামীণ মেলা। সকালে স্ব-স্ব রথখোলা চত্বরে উৎসব শুরু হয়।
রথযাত্রা উপলক্ষে সদর উপজেলার নিশীনাথতলা, কালিয়া সরকারী শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ চত্বর ও লোহাগড়া সরকারি কলেজ মাঠে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। আগামী ১২ জুলাই বিপরীত পথে রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।