নড়াইলের কালিয়ায় মন্দিরের ভিতর সেবায়েতের ওপর হামলা

8
354

স্টাফ রিপোর্টার

নড়াইলে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার, নির্যাতন ও জমি দখলসহ বিভিন্ন প্রকার চাপ পূর্বের চেয়ে বেশ বেড়েছে। তারই অংশ হিসেবে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে মাদক সেবন ও জুয়া খেতে নিশেষ করায় ওই মন্দিরের সেবায়েত রেনু সরদারের (৮০) ওপর হামলা চালিয়েছে দুবৃত্তরা। বুধবার দিনগত রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই সেবায়েতকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাধবপাশা গ্রামের মৃত গোলক সরকারের স্ত্রী রেনু সরকারের কোন সন্তানাদি নেই। তিনি মাধবপাশা সার্বজনীন হরি মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে সেবায়েত রেনু সরকার যথারীতি ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে মুখোশধারী ৫-৬ জন মুখোশধারী দুবৃত্ত মন্দিরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় শব্দে সেবায়েতের ঘুম ভেঙ্গে যায়। তখন মুখোশধারী দুবৃত্তরা রেনু সরকারকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।ওই কোপ তার বাম হাতে লাগে। এ সময় সেবায়েতের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে মুখোশধারী দুবৃত্তরা পালিয়ে যায়।

আহত সেবায়েত রেনু সরকার বলেন, ‘বেশ কিছুদিন ধরে মন্দির প্রাঙ্গনে কিছু লোকজন তাসের মাধ্যমে জুয়া খেলতো এবং মাদক সেবন করতো। আমি তাদেরকে মাদক সেবন করতে এবং জুয়া খেলতে নিষেধ করি। আমার ধারনা ওরাই আমাকে হামলা করতে পারে।’

কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতালে গিয়ে সেবায়েতের চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করাসহ তাদের আটকের জোর চেষ্টা চলছে।’ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু বলেন, ‘রাতের আধারে মন্দিরে প্রবেশ করে এধরনের হামলার ঘটনা খুবই দু:খজনক। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আটক করার পাশাপাশি শাস্তির দাবি জানাচ্ছি। অপরদিকে সেবায়েতের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’